খাদ্য ঘাটতি মেটাতে ইউক্রেনের বন্দরগুলো মুক্ত করা প্রয়োজন

ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বজুড়ে খাদ্য সংকট তৈরি হয়েছে। দেশে দেশে দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি। বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। মানুষের মধ্যে বেড়েছে ক্ষোভ-হতাশা। বিশ্বে খাদ্য চাহিদা মেটানোর ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

ইউক্রেন এবং রাশিয়া বিশ্বব্যাপী খাদ্যের ১০ ভাগের এক ভাগ সরবরাহ করে। তারা বিশ্বের গম রপ্তানির ৩০ শতাংশের পাশাপাশি সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদন করে। কমপক্ষে ২৬টি দেশ তাদের অর্ধেকেরও বেশি খাদ্যশস্যের জন্য রাশিয়া এবং ইউক্রেনের ওপর নির্ভরশীল।