তাইজুলের চতুর্থ শিকার লঙ্কান অধিনায়ক

ড্রয়ের পথে হাঁটতে থাকা টেস্টে বাংলাদেশকে আশা দেখাচ্ছেন তাইজুল ইসলাম। ঘূর্ণি জাদুতে লঙ্কানদের কোণঠাসা করে রেখেছেন বাঁহাতি এই স্পিনার।

লাঞ্চের পরপরই তিনি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে। উইকেটে থিতু হয়ে যাওয়া লঙ্কান দলপতি হাফসেঞ্চুরি (৫২) তুলে নেওয়ার পরই আঘাত হানেন তাইজুল। মুমিনুলের ক্যাচ হন করুনারত্নে। ১৪৩ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৫৯ রান। ধনঞ্জয়া ডি সিলভা ৩১ আর দিনেশ চান্দিমাল ৪ রানে অপরাজিত আছেন। লঙ্কানদের লিড ৯১ রানের।

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২৮ রান। ৬০ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে যায় তারা। প্রথম সেশনে ২৬.৫ ওভারে দুই উইকেট হারিয়ে লঙ্কানরা যোগ করে ৮৯ রান। এর মধ্যে প্রথম ঘণ্টায়ই তারা করে ফেলেছিল ৬৭ রান।

কুশল মেন্ডিসের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম ঘণ্টা নিজেদের করে নিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ঘণ্টায় তিন শিকার তুলে নিয়েছেন তাইজুল ইসলাম।