আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। চুড়ান্ত খেলায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩-২ সেটে বাংলাদেশ সেনাবাহিনী দলকে পরাজিত করে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনী দলের পেটি অফিসার শেখ ইসমাইল হোসেন প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখে সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মোঃ জহির উদ্দিন, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী দল অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *