
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটি (২০২৫-২০২৭) গঠন করা হয়েছে। সভাপতি পদে ইকবাল হাসান কাজল চীফ নিউজ এডিটর, ডিসিএন বাংলা টিভি এবং সাধারণ সম্পাদক পদে এম শিমুল খান বিশেষ প্রতিনিধি টাইমস অফ বাংলাদেশ নির্বাচিত হয়েছেন।
৬ জানুয়ারি সোমবার ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের ২৪,২৫ দিলকুশা, মতিঝিল অস্হায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় ঢাকায় কর্মরত ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিক ও সদস্যদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি ইকবাল হাসান কাজল, সহ সভাপতি ইন্জিঃ মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এম শিমুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সিকদার, দপ্তর সম্পাদক ইমাম হোসেন ইমন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোলেমান হোসেন সাকিল এবং মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকী খানকে নির্বাচিত করে ৮১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।