আইন-আদালত

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আবেদন

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৬:১৮ এএম
কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আবেদন

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আপিল বিভাগে আবেদন করেছে।

আজ রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদনের ওপর শুনানি হবে, জানিয়েছেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

এর আগে, গত ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট অবৈধ ঘোষণা করে। আদালত কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। হাইকোর্ট বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ।

গত বছরের ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। এই রিটের সূচনা করেছিলেন কুমিল্লা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।

আইনজীবীরা জানান, পূর্বে কুমিল্লা-২ আসনে ছিল মেঘনা ও তিতাস উপজেলা, বর্তমানে এতে যুক্ত হয়েছে হোমনা, আর মেঘনা উপজেলা স্থানান্তরিত হয়েছে কুমিল্লা-১ আসনে। হাইকোর্টের রায়ে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরেছে।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!