ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালার সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। চিঠি পাঠিয়েছেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং ৩৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৫৫ কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে ইতোমধ্যেই মামলা করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে দুদকের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য এই চিঠি পাঠিয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগারওয়ালার বিরুদ্ধে শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগেও তদন্ত চলছে। এর আগে গত ৮ অক্টোবর দুদক তার বিরুদ্ধে ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছিল।
জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর র্যাব তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে তোলা হলে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিনে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে বিভিন্ন হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। নিম্ন আদালত ও উচ্চ আদালতে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। সব মামলায় জামিন মঞ্জুর হওয়ায় চলতি বছরের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।
আরএস
No comments yet. Be the first to comment!