বিধিবহির্ভূতভাবে এবি ব্যাংকের গুলশান শাখা থেকে ৩৫০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন—ইনফ্রাটেক কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হায়দার রতন, ব্র্যান্ড শেয়ার ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান ও পরিচালক মো. মামুনুর রশীদ। এছাড়া এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার ব্যবস্থাপক এহতেশাম হায়দার চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আলাউদ্দিন সরকার এবং সিনিয়র অফিসার নিয়াজ আল ফায়েদ।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কাগুজে প্রতিষ্ঠানকে বড় প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে ভুয়া তথ্যের ভিত্তিতে লোন সুবিধা অনুমোদন করান। ব্যাংকের নিয়মবহির্ভূতভাবে অংশীদারি চুক্তির মাধ্যমে অন্য প্রতিষ্ঠানের নামে পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) সুবিধা দেওয়া–নেওয়া হয়। এতে ব্যাংকের বিপুল অর্থ বেহাত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এজাহারে আরও বলা হয়, আসামিরা যোগসাজশে মোট ৩৫০ কোটি টাকার লিমিট সুবিধা অনুমোদন এবং ১৬ কোটি ১৩ লাখ টাকার পিজি ইস্যুর মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!