রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা তিনটি মামলায় রায় পড়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ২৩ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় পড়া শুরু করেন।
রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও মোতায়েন রয়েছেন। এর আগে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছিলেন আদালত। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি।
দুদক প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান বলেন, ‘আমরা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি।’ অন্যদিকে খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর রহমান দাবি করেন, অভিযোগ প্রমাণিত হয়নি—তাই তার মক্কেল খালাস পাওয়ার যোগ্য।
ছয়টি মামলার তিনটির রায়
সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক। তিন মামলায় অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক এবং বাকি তিনটিতে দায়িত্বে আছেন বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম। মামলার আসামিদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানাসহ পরিবারের আরও কয়েকজন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের তৎকালীন বিভিন্ন কর্মকর্তা-পদস্থ ব্যক্তিরাও আসামির তালিকায় রয়েছেন। দুদকের অভিযোগ—সর্বোচ্চ নির্বাহী পদে থাকাকালে অনিয়ম করে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন তারা।
তিন মামলার বিবরণ
১৪ জানুয়ারির মামলা
— শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
— তদন্ত কর্মকর্তা: দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া
১২ জানুয়ারির মামলা
— শেখ হাসিনা, সায়মা ওয়াজেদসহ ১৮ জন আসামি
১৪ জানুয়ারির মামলা (সজীব ওয়াজেদ জয় বিষয়ক)
— জয়, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
সব মামলাতেই রাজউকের তৎকালীন একাধিক সদস্য–অফিসার এবং গৃহায়ন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা অভিযুক্ত হিসেবে রয়েছেন।
কী অভিযোগ
দুদকের দাবি, ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হয়েও প্লট বরাদ্দ নিয়েছেন আসামিরা। এ ঘটনায় রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!