ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ী সাব্যস্ত হয়ে এ রায় ঘোষণা করেন। একই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলাটি ১৪ জানুয়ারি দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান তদন্ত শেষে ১০ মার্চ আরও দু’জনসহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার শুনানিতে মোট ২৩ জন সাক্ষ্য দেওয়া হয়। এর আগে ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। ৩১ জুলাই বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
আরএস
No comments yet. Be the first to comment!