অপরাধ ও দুর্নীতি

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার- ১৬

আপডেট: নভে ২৯, ২০২৫ : ০৯:১৭ এএম ১০
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার- ১৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আজ শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আরিফ (২৬), মো. হারুন অর রশিদ (৩৫), মো. হামজা (১৯), রাসেল (৩০), রাজ বিশ্বাস (৩০), মো. আসলাম (৬৫), মো. লিটন (৩৫), মো. হেলাল (৪০), রানা (২৫), কনিক (২১), আরিফ (১৯), মো. তাহের (৫০), মো. আরিফুর রহমান (২৫), মো. সুমন (২০), মো. রনি (৩০) ও মো. চাঁন (১৮)।

ডিসি তালেবুর রহমান জানান, মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ নানা অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আরএস

Tags:
গ্রেপ্তার পুলিশ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!