অপরাধ ও দুর্নীতি

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

আপডেট: ডিসে ১০, ২০২৫ : ০৬:৪৫ এএম
মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় কথিত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পুলিশের একটি সূত্র জানায়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার সকালে লায়লা ফিরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার অভিযোগ ওঠে আয়েশার বিরুদ্ধে। ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশাকে বোরকা পরে লিফটে করে ভবনের সেপারেট লিফটের ৭ তলায় উঠতে দেখা যায়। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মাস্ক পরা অবস্থায় কাঁধে একটি ব্যাগ ও স্কুলড্রেস পরে ভবন থেকে বেরিয়ে যান তিনি। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যার কারণ নিয়ে তদন্ত চলছে। আয়েশাকে ঢাকায় আনার পর জিজ্ঞাসাবাদ করা হবে।

 

আরএস

Tags:
গৃহকর্মী রাজধানী

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!