অপরাধ ও দুর্নীতি

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ৯ জন গ্রেপ্তার

আপডেট: ডিসে ২৪, ২০২৫ : ০৫:৩০ এএম
প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় আরও ৯ জন গ্রেপ্তার

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হলো।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ১৫ জনকে সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় সোমবার পর্যন্ত মোট ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে এরই মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ আরও ৯ জন গ্রেপ্তার হওয়ায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ জনে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে একদল লোক সংগঠিতভাবে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়। দীর্ঘ সময় ধরে হামলাকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেওয়া হয়।

এ ঘটনায় প্রথম আলোর হেড অব সিকিউরিটি মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির বাদী হয়ে একটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৮ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে ২০ থেকে ৩০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে মিছিল করে প্রথম আলো কার্যালয়ের সামনে এসে হামলার চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তারা সেখানে জড়ো হয়ে উত্তেজনাকর স্লোগান দিতে থাকে।

এজাহারে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোনের মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী জড়ো করা হয়। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে তারা প্রথম আলো কার্যালয়ের ফটকের কাচ ও শাটার ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

হামলাকারীরা ভবনের বিভিন্ন তলার প্রায় দেড় শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক সরঞ্জাম, লকারে রাখা নগদ অর্থ এবং প্রথমা প্রকাশনের বইপত্র লুট করে নিয়ে যায়। পাশাপাশি তারা ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নষ্ট করে এবং সাক্ষ্যপ্রমাণ বিনষ্টের উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, হামলা ও লুটপাটে শুধু লুট করা সম্পদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা।


আরএস

Tags:
প্রথম আলো–ডেইলি স্টার

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!