অপরাধ ও দুর্নীতি

৯০০ কোটি টাকার ঋণ জালিয়াতি: ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: জানু ০৪, ২০২৬ : ০৩:১৫ পিএম
৯০০ কোটি টাকার ঋণ জালিয়াতি: ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

জাল নথি তৈরি করে প্রায় ৯০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে রয়েছেন একটি বেসরকারি ব্যাংকের সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তা এবং একটি শিল্পগোষ্ঠীর মালিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা।

রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের অনুমোদিত মামলার আসামিদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পর্যবেক্ষক ও ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, সিকদার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক, ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকরা।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভুয়া ওয়ার্ক এগ্রিমেন্ট ও জাল কাগজপত্র তৈরি করে ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন নেন এবং তা উত্তোলন করেন। পরবর্তী সময়ে ওই অর্থ নগদ, পে–অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে স্থানান্তর ও রূপান্তর করে আত্মসাৎ করা হয়।

ঋণের মূল অর্থ পরিশোধ না করায় সুদ ও অন্যান্য চার্জসহ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পাওনা দাঁড়ায় ৩০৩ কোটি ৬৭ লাখ টাকার বেশি। এতে ব্যাংকটির মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৯০৩ কোটি ৬৭ লাখ টাকারও বেশি হয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সংক্রান্ত একাধিক ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক জানিয়েছে, মামলাটি দায়েরের পর তদন্তের মাধ্যমে জালিয়াতির সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!