অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ২১ লাখ টাকার সোনা

আপডেট: জানু ০৭, ২০২৬ : ০৫:৪৪ এএম
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ২১ লাখ টাকার সোনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগে ১২০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। এটির আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে কার্গো টার্মিনালে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) যৌথভাবে এই অভিযান চালায়। মো. আবু জাহেদ নামে যাত্রীটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে চট্টগ্রামে আসেন। রাত সাড়ে আটটার দিকে তার ‘ইউ ব্যাগেজ’ স্ক্যানিং করার সময় ব্যাগে ধাতব বস্তু সনাক্ত হয়।

পরবর্তীতে রাত সাড়ে বারোটার দিকে স্বর্ণকার লিটন ধরের মাধ্যমে ব্যাগের অলংকার যাচাই করা হয়। নিশ্চিত করা হয় যে ব্যাগে ১২০ গ্রাম সোনা রয়েছে। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে সোনাগুলো জব্দ করা হয়। যাত্রীকে প্রথমবারের মতো সোনা নিয়ে আসায় মুচলেকা ও সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল ঘটনা নিশ্চিত করে বলেন, “প্রথমবারের মতো সোনা আনায় যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।”


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!