নোয়াখালীর দত্তেরহাট আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংক শাখায় প্রায় ৭ কোটি টাকা জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এবং বর্তমান সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার নুর উল্যাহর ছেলে মোহাম্মদ আলমগীর হোসেনকে। তিনজন ভুয়া ঋণগ্রহীতার নামে ২১ লাখ ৪০ হাজার টাকা এবং ২০৯ জন ভুয়া সঞ্চয় ঋণগ্রহীতার নামে প্রায় ৬ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বলে দুদক জানিয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ঋণ আবেদন অনুমোদনের ক্ষেত্রে জেলা কমান্ড্যান্ট বা ব্যাটালিয়ন প্রধানের স্বাক্ষর বাধ্যতামূলক হলেও আলমগীর নিজেই অনুমোদনকারী কর্মকর্তা হিসেবে স্বাক্ষর করেছেন। বেশ কিছু আবেদন ফরমে ঋণগ্রহীতার স্বাক্ষরও পাওয়া যায়নি। ঋণ মঞ্জুর হলেও প্রকৃত গ্রাহকের কাছে টাকা যায়নি; বরং আলমগীর নিজেই সেই অর্থ উত্তোলন করেছেন।
দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, গত ২০ অক্টোবর দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে ব্যাংকে অভিযান চালানো হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক উপস্থিত না থাকলেও সংরক্ষিত নথি যাচাই করে ভুয়া দলিল, জাল স্বাক্ষরসহ নানা অনিয়মের প্রমাণ মেলে। তিনি আরও বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আলমগীরের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
আরএস
No comments yet. Be the first to comment!