অপরাধ ও দুর্নীতি

ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড

আপডেট: নভে ১২, ২০২৫ : ০৫:৩৭ পিএম
ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার জানান, দণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, প্রতারণার উদ্দেশ্যে ইভ্যালি আকর্ষণীয় বিজ্ঞাপন ও অফার দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করেছিল। তাদের এমন এক বিজ্ঞাপন দেখে বাদী সাদিকুর রায়হান ২০২১ সালের ২০ মার্চ কোম্পানির অনলাইন প্ল্যাটফর্ম থেকে তিনটি মোটরসাইকেল অর্ডার দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে সিটি ব্যাংকের দুটি চেক প্রদান করে।

পরবর্তীতে ২০২২ সালের ১২ এপ্রিল বাদী চেক দুটি নগদায়নের চেষ্টা করলে তা বাউন্স হয়ে যায়। এ ঘটনায় তিনি ২০২৩ সালের ২৬ নভেম্বর প্রতারণার মামলা দায়ের করেন।
এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

 

আরএস

Tags:
ইভ্যালি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!