সারাদেশ

রাউজানের সাংবাদিক শাহাদাত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রেসক্লাবের নিন্দা

আপডেট: নভে ১৩, ২০২৫ : ০৮:২৫ এএম ৫৮
রাউজানের সাংবাদিক শাহাদাত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রেসক্লাবের নিন্দা

চট্টগ্রামের রাউজানে কর্মরত জাতীয় দৈনিক আজকের দর্পণ ও ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট-এর প্রতিনিধি এবং রাউজান প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাহাদাত হোসেন সাজ্জাদ এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

সাংবাদিক শাহাদাত হোসেন ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ২০২০ সালের ২১ জানুয়ারি রাউজানের সর্বস্তরের জনগণের ব্যানারে তরিক্বতভিত্তিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির বিরুদ্ধে চট্টগ্রাম–রাঙামাটি সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
সে সময় তিনি দায়িত্বে থেকে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ২০২৫ সালের ৬ নভেম্বর মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১০৪ নং চিকদাইর শাখার উপদেষ্টা পরিচয়ে স্থানীয় মোহাম্মদ নুরুল আলম (আল ইম্মে) নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলায় শাহাদাত হোসেনকে ১৭ নম্বর আসামি করা হয় এবং ৫০ হাজার টাকা লুট ও আলমারি ভাঙার অভিযোগ আনা হয়।তবে সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ অভিযোগ অস্বীকার করে বলেন,“এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলা। রাউজানে দীর্ঘ ১১–১২ বছর ধরে সাংবাদিকতা করছি, সবসময় জনগণের পাশে থেকেছি। কোনো ভাঙচুর বা লুটের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”তিনি আরও জানান, রাউজানের সর্বস্তরের মানুষের ব্যানারে মুনিরীয়া যুব তবলীগ কমিটির উগ্র সমর্থকদের নির্যাতন, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের প্রতিবাদে ওই সড়ক অবরোধ কর্মসূচি হয়েছিল। পীর মুনির উল্লাহসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছিল।সেই সংবাদ প্রকাশ করায় আজ আমাকে হয়রানি করা হচ্ছে বলেন তিনি।

এ ঘটনায় রাউজান প্রেস ক্লাব এক যৌথ বিবৃতিতে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।বিবৃতিতে প্রেস ক্লাবের সভাপতি এম. বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা বলেন,সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা সংবাদপত্রের স্বাধীনতার ওপর আঘাত। এছাড়া রাউজানের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও মামলাটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।উল্লেখ্য, এর আগে রাউজানে দৈনিক আজকের পত্রিকা-এর প্রতিনিধি সাংবাদিক আরাফাত হোসাইনের বিরুদ্ধেও একই সংগঠনের পক্ষ থেকে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছিল, যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এই প্রসঙ্গে মামলার বাদী মোহাম্মদ নুরুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, মামলার এজাহারে সাংবাদিক পরিচয়ে নাম উল্লেখ না করাই কোনটা সাংবাদিক বা কোনটা অপরাধী বুঝা মুশকিল। চার্জসীটে সাংবাদিকের নাম বাদ দেওয়া হবে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!