পার্বত্য চুক্তির ২৮ বছর পূর্তিতে চুক্তি বাতিল ও পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের মহাসচিব মো. আলমগীর কবির অভিযোগ করেন, চুক্তি বাস্তবায়নের পর পাহাড়ে বাঙালিদের ওপর বৈষম্য বেড়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি দাবি করেন, পাহাড়ে এখনো অবৈধ অস্ত্র, খুন, গুম, অপহরণ ও চাঁদাবাজি চলমান এবং চুক্তির অস্ত্রমুক্ত পাহাড় গঠনের শর্ত পালন হয়নি। বক্তারা সার্কেল চিফ, জেলা ও আঞ্চলিক পরিষদ, পার্বত্য মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রশাসনিক পদ উপজাতিদের জন্য সংরক্ষিত থাকায় বাঙালিরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তোলেন। ১৯০০ সালের শাসনবিধি ও ভূমি কমিশনে বাঙালিদের প্রতিনিধিত্ব না থাকার কারণে ভূমি-সংক্রান্ত বিরোধে বৈষম্যের ঝুঁকি রয়েছে বলেও তারা উল্লেখ করেন। শিক্ষা ও চাকরিতে কোটা, ব্যবসা–লাইসেন্সে করমুক্ত সুবিধা, ব্যাংক ঋণে বৈষম্য, বাজার ফান্ডের লোন বন্ধ এবং স্থায়ী বাসিন্দা সনদ পেতে জটিলতাকে বাঙালিদের অর্থনৈতিক-পেশাগত পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে তুলে ধরেন বক্তারা। পিসিএনপি নেতারা বলেন, চুক্তির বেশিরভাগ ধারা বাস্তবায়িত হলেও সংবিধানবিরোধী ধারা বাতিল এবং পুরো চুক্তি পুনর্বিবেচনা প্রয়োজন। তারা প্রশাসনিক কাঠামো, ভূমিনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে পাহাড়ি-বাঙালি দু’সম্প্রদায়ের শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার দাবি জানান।
No comments yet. Be the first to comment!