গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ নজরদিঘী কমিশনার মার্কেটে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস জানায়, আবু দাউদ নামে এক ঝুট ব্যবসায়ীর গুদাম থেকে ভোরে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মানুন জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ইউনিট পাঠানো হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরএস
No comments yet. Be the first to comment!