সারাদেশ

কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন স্থবির

আপডেট: ডিসে ০৭, ২০২৫ : ০৫:৩৫ এএম ২০
কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন স্থবির

কুড়িগ্রামে ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলে হেডলাইট জ্বালাতে হচ্ছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের শুরুতে তাপমাত্রা বাড়লেও শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। যাত্রপুর ইউনিয়নের আমেনা বেগম (৪০) বলেন, “ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে কয়েক দিন ধরে বাচ্চার জ্বর-সর্দি হয়েছে, তাই হাসপাতালে নিয়ে আসছি ডাক্তার দেখানোর জন্য।” চিলমারী উপজেলার মফিজুল হক (৫০) বলেন, “শীত মৌসুমে নদীর পারের মানুষের খুব কষ্ট হয়। ঘর থাকলেও বাইরে বের হওয়া যায় না, কাজ করতে পারি না। হাত-পা খুব শীতের কারণে ঠান্ডা লাগে।”

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ঠান্ডার কারণে সর্দি-কাশি, ফ্লু (ইনফ্লুয়েঞ্জা), ব্রঙ্কাইটিস, অ্যাজমা বা হাঁপানি এবং হুপিং কাশি হতে পারে। তিনি সতর্ক করেছেন, গরম কাপড় পরিধান করা এবং ঘর থেকে অপ্রয়োজনীয় বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা ও শীতের তীব্রতা বাড়ার কারণে আগামী দিনগুলোতে কুড়িগ্রামে মানুষের চলাচল আরও সীমিত হতে পারে।


আরএস

Tags:
ঘন কুয়াশা কুড়িগ্রাম

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!