রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের দুই বছরের শিশু সাজিদের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো গ্রাম। গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া সাজিদের জানাজায় আজ শুক্রবার সকাল থেকেই মানুষের ঢল নামে।
সকাল সাড়ে ১০টার দিকে নেককিড়ি কবরস্থানসংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গ্রামের হাজারো মানুষ অংশ নেন। স্থানীয়রা জানান, সকাল থেকেই মসজিদের মাইকে সাজিদের মৃত্যুর ঘোষণা ভেসে আসতে থাকে। এরপরই গ্রামের সব কাজকর্ম প্রায় থেমে যায়। ক্ষেত–খামারে কম মানুষ গেছে, দোকানপাটও অধিকাংশই খোলেনি। সবাই ছুটে যান সাজিদের বাড়ি ও জানাজার মাঠের দিকে—শেষবারের মতো নিষ্পাপ শিশুটিকে দেখতে।
জানাজার আগে সাজিদের মরদেহ বাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ছোট্ট সাদা কাফনে মোড়ানো দেহটি দেখে কান্নায় ভেঙে পড়েন সবাই। শিশুটির মা বারবার এগিয়ে আসতে চাইলে স্বজনরা ধরে রাখেন। তবে কাউকেই থামানো যায়নি কান্না থেকে। জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে সাজিদের মাগফিরাত ও পরিবারের প্রতি ধৈর্যের তৌফিক কামনা করে দোয়া করা হয়। পরে ছোট্ট কাফনটি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলে চারপাশে নেমে আসে নিস্তব্ধতা, ভেসে আসে শুধু কান্নার শব্দ।
গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গ্রামবাসীর ভাষায়, একটি শিশুর জানাজায় এমন জনসমাগম তারা আগে কখনো দেখেননি।
আরএস
No comments yet. Be the first to comment!