কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।
ভোরে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। সকাল ১০টার পরও সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ কমেনি। নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।
কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলারপাড়া এলাকার খলিল মিয়া (৬০) বলেন, ‘খুব ঠান্ডা, বাসা থেকে বের হওয়া যায় না। তবুও কাজ করতে যাই।’
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও ঠাণ্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং এটি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আরএস
No comments yet. Be the first to comment!