সারাদেশ

বরিশালে সবজির বাজারে স্বস্তি

আপডেট: ডিসে ২২, ২০২৫ : ০৫:৩৭ এএম ১২
বরিশালে সবজির বাজারে স্বস্তি

বরিশালে পর্যাপ্ত সরবরাহ থাকায় সব ধরনের সবজির দাম কমেছে। পাইকারি বাজারে গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম ৫-১০ টাকা হ্রাস পেয়েছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

পাইকারি বাজারে ফুলকপির দাম ১০-১২ টাকা, বাঁধাকপি ৮-১০ টাকা, সিম ২৫ টাকা, কাঁচামরিচ ৩০-৩৫ টাকা, বেগুন ২০-৩০ টাকা, করলা ২৮-৩০ টাকা, বরবটি ৩০-৩৫ টাকা, পেঁপে ১৫ টাকা, লাউ ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, টমেটো ৬৫-৭০ টাকা, গাজর ৩০-৩৫ টাকা, কাঁচকলা ২০ টাকা এবং লেবু ১০-১২ টাকা।

খুচরা বাজারেও দাম কিছুটা বেশি থাকলেও স্বস্তির আভাস পাওয়া গেছে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে সবজি আনার সময় লেবার খরচ ও অন্যান্য খরচের কারণে দাম কিছুটা বেড়ে যায়।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকায়, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকায়, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকায়। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে। মাছের বাজারে রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ ১৮০-২২০ টাকা, চিংড়ি ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা এবং ভেটকি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। নগরীর খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জানান, বর্তমানে সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নাগালের মধ্যে রয়েছে।

 

আরএস

Tags:
বরিশাল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!