সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৯টি ভারতীয় মোবাইল জব্দ

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৬:৪০ এএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৯টি ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৯টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করে। তবে অভিযান চলাকালীন চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ২৯টি ভারতীয় মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃত মোবাইলফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

 

আরএস

Tags:
বিজিবি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!