দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগর থেকে অন্তত ৪০ থেকে ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয়ভাবে ঢাকায় বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা বাস, ট্রেন, প্রাইভেটকার ও মাইক্রোবাসে ঢাকায় যাবেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এরই মধ্যে জেলা ও মহানগরের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। তিনি বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কোটি মানুষের আবেগের জায়গা। এটি শুধু একজন নেতার ঘরে ফেরা নয়, ইতিহাসের ঘরে ফেরা।”
দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মো. রোকনুজ্জামান সরকার বলেন, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। ভিড় এড়াতে অনেকে আগেভাগেই ঢাকায় চলে গেছেন। বাকিদের জন্য জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে।
ময়মনসিংহ মহানগর ও সদর আসন থেকে বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানিয়েছেন জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন। তিনি বলেন, শুধু মহানগর ও সদর এলাকা থেকেই ৭ থেকে ৮ হাজার নেতাকর্মী অংশ নেবেন।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ছয়টি উপজেলা থেকে প্রায় চার হাজার নেতাকর্মী অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন।
এদিকে, রেলপথেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আব্দুল্লাহ আল হারুন জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রেনটি ২৫ ডিসেম্বর ভোরে জামালপুর থেকে ছেড়ে ময়মনসিংহ হয়ে ঢাকায় যাবে এবং সন্ধ্যায় ফিরে আসবে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ বলেন, ওই দিন ময়মনসিংহ থেকে চার থেকে পাঁচ শত বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!