সারাদেশ

পাগলা মসজিদে ৪ ঘণ্টায় গণনায় ৮ কোটি ২৩ লাখ টাকা

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০৮:১০ এএম ১২
পাগলা মসজিদে ৪ ঘণ্টায় গণনায় ৮ কোটি ২৩ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া দানবাক্সের গণনায় চার ঘণ্টার মধ্যে ৮ কোটি ২৩ লাখ টাকা পাওয়া গেছে। মসজিদের ১৩টি দানবাক্স থেকে মোট ৩৫ বস্তা টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী এ তথ্য নিশ্চিত করেছেন। গণনার কাজ পরিচালনায় প্রায় ৫০০ জন অংশ নিয়েছেন। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতির উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

মসজিদের দান থেকে সংগৃহীত অর্থ সংশ্লিষ্ট মসজিদ, মাদরাসা, এতিমখানা ও সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। পাগলা মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’ নির্মাণ করা হবে, যেখানে ৩০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

উল্লেখ্য, গত বছরও দানবাক্স খোলার সময় চার ঘণ্টার বেশি সময়ে ৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গিয়েছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!