সারাদেশ

নওগাঁয় জেঁকে বসেছে শীত, নেমেছে তাপমাত্রা ১১ ডিগ্রিতে

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৫:১১ এএম ১০
নওগাঁয় জেঁকে বসেছে শীত, নেমেছে তাপমাত্রা ১১ ডিগ্রিতে

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে শীতের তীব্রতা, কমছে তাপমাত্রার পারদ। ঘন কুয়াশা আর মেঘলা আকাশে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

নওগাঁর বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের তথ্যমতে, আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি আজ সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা আর আকাশে হালকা মেঘ দেখা যায়। কুয়াশায় চারপাশ ঢেকে থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। সকালে কুয়াশার কারণে সড়কে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। গতকাল থেকে আজ পর্যন্ত জেলায় সূর্যের দেখা মেলেনি।

শীত ও কুয়াশার কারণে চরম ভোগান্তির কথা জানান ট্রাকচালক আবু সুফিয়ান। তিনি বলেন, ‘ঘন কুয়াশা আর শীতের কারণে গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। ২০ হাত দূরের রাস্তা ঠিকমতো দেখা যায় না। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই জীবিকার তাগিদে গাড়ি চালাতে হচ্ছে।’

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‘সকাল ৯টা পর্যন্ত আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় সূর্যের দেখা মিলছে না, সে কারণেই শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রার অবস্থার বিষয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!