সারাদেশ

রেললাইনের পাত তুলে ফেলায় অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত, ঢাকা–ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৫:২০ এএম ১০
রেললাইনের পাত তুলে ফেলায় অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত, ঢাকা–ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের হাতে রেললাইনের পাত তুলে ফেলার ঘটনায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে গফরগাঁও উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে ঢাকাগামী অগ্নিবীনা ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতের আঁধারে আনুমানিক ১৫ ফুট রেললাইনের পাত খুলে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেছে। রেললাইন মেরামত শেষ হলে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!