সারাদেশ

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

আপডেট: জানু ০৪, ২০২৬ : ০৫:০৭ এএম
হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

উত্তরের জেলা নওগাঁয় শীতের তীব্রতা কোনোভাবেই কমছে না। দিন যত গড়াচ্ছে, ততই হাড়কাঁপানো হয়ে উঠছে শীত। তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। সে দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন।

তাপমাত্রা আজ কিছুটা বেড়েছে; তবে শীতের প্রকোপ কমেনি। চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় সকাল গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। দৃষ্টিসীমা কমে যাওয়ায় ছোট ও মাঝারি যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শৈলগাছী এলাকার কৃষক ইদ্রিস আলী বলেন, ‘শীতে মাঠে ঠিকমতো কাজ করা যায় না। সন্ধ্যার পর কনকনে ঠান্ডা পড়ে, তখন ঘর থেকে বের হওয়াই কষ্টকর।’

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আকাশে মেঘ থাকায় দিনের বেলায় সূর্যের আলো কম মিলছে। এ কারণে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়ার এই অবস্থা বজায় থাকলে আগামী কয়েক দিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশা ও কনকনে শীতে জেলার কৃষিকাজ, যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীত থেকে রক্ষা পেতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বাড়তি দুর্ভোগে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!