টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে একদিনে ৬৪টি ট্রেনে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ চার লাখের বেশি টাকা আদায় করেছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে আজ বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত তথ্যে জানানো হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে টিকিটবিহীন মোট ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে শনাক্ত করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওইদিন ৯৪ জন ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) ৬৪টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে ভাড়া বাবদ আদায় করা হয় ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা বাবদ ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। এতে মোট আদায়ের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা।
কর্তৃপক্ষ আরও জানায়, টিকিট যাচাই কার্যক্রমের আওতায় ওইদিন কয়েক হাজার যাত্রীকে পরীক্ষা করা হয় এবং নিয়মিত অভিযান চালানোর অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট ছাড়া ভ্রমণ রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
আরএস
No comments yet. Be the first to comment!