সারাদেশ

চুয়াডাঙ্গায় টানা ১৮ দিন নেই জলাতঙ্কের টিকা, মিলছে না ফার্মেসিতেও

আপডেট: জানু ০৮, ২০২৬ : ০৫:৪০ এএম
চুয়াডাঙ্গায় টানা ১৮ দিন নেই জলাতঙ্কের টিকা, মিলছে না ফার্মেসিতেও

চুয়াডাঙ্গায় টানা ১৮ দিন ধরে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী টিকা না থাকায় জেলার জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি ফার্মেসি—কোথাও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এতে কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীর কামড়ে আহত রোগীরা চিকিৎসাবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর হাসপাতালের র‌্যাবিস ভ্যাকসিনের মজুত শেষ হয়ে যায়। এরপর প্রায় ১৮ দিন পেরিয়ে গেলেও নতুন সরবরাহ আসেনি। এতে হাসপাতালের জরুরি জলাতঙ্ক প্রতিরোধ কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, দেশজুড়ে ভ্যাকসিনের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যাহত হয়েছে। তারা নিয়মিত অর্ডার পাঠাচ্ছেন, তবে আপাতত পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, “কামড় দিলেই জলাতঙ্ক হবে এমন নয়, তবে সময়মতো টিকা না দিলে আক্রান্ত ব্যক্তির জীবন ঝুঁকিতে থাকে।”

ফার্মেসি মালিকরাও ভ্যাকসিনের সংকট স্বীকার করেছেন। দোকানদার ইসমাইল জানান, প্রতিদিন বহু মানুষ ভ্যাকসিনের জন্য আসছেন, কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত সরবরাহ নেই। উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের অভাবের কারণে কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ বলেন, “সরকারি ও বেসরকারি—কোথাও পর্যাপ্ত সরবরাহ নেই। আহত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাহিদা লাখের ঘরে পৌঁছেছে। সবাইকে সতর্ক থাকতে হবে। পোষা প্রাণীর মালিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।”

চিকিৎসকরা আশঙ্কা করছেন, ভ্যাকসিনের দীর্ঘস্থায়ী সংকট দ্রুত নিরসন না হলে চুয়াডাঙ্গায় জলাতঙ্কজনিত মৃত্যু ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!