চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিওরী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পালসার মোটরসাইকেলে করে আলী আব্বাস শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
No comments yet. Be the first to comment!