সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২: স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা শুরু করার প্রতিশ্রুতি রুমিন ফারহার

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৫৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২: স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা শুরু করার প্রতিশ্রুতি রুমিন ফারহার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচিত হলে তার চিকিৎসা শুরু হবে স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে। তিনি বলেন, এই উদ্যোগ স্বাস্থ্যকেন্দ্রগুলোর মান বাড়াতে সহায়ক হবে।

আজ রোববার (১১ জানুয়ারি) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামে এক উঠান বৈঠকে তিনি বলেন, “সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার থাকে না, বিনামূল্যে ওষুধ মেলে না, পরীক্ষার যন্ত্রপাতি ঠিক থাকে না। যদি কোনো এমপি এখানে চিকিৎসা নিত, মান স্বয়ংক্রিয়ভাবে বাড়তো। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এমপিরা চিকিৎসা নেন লন্ডন-সিঙ্গাপুরে।”

রুমিন ফারহানা বলেন, “আমি যদি এমপি হই, আমার চিকিৎসা শুরু হবে এই কেন্দ্র থেকেই। আর না থাকলে সংসদে আমি কী করতে পারি তা আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন।” তিনি আরও উল্লেখ করেন, তার নির্বাচনী লড়াই একক সিদ্ধান্ত নয়; দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ও কর্মীদের যৌথ সিদ্ধান্তের ফল। রুমিন বলেন, “২০১৭ সাল থেকে আমি আপনাদের পাশে কাজ করছি। তখন বিএনপি আমাকে আমার বাবার এলাকায় কাজ করার দায়িত্ব দিয়েছিল। দলের প্রার্থী দেওয়া হলেও মানুষের চাহিদা অনুযায়ী আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।”

প্রার্থী ভোটারদের উদ্দেশে বলেন, “ইনশাআল্লাহ নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তর করব। কেউ আমার কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করলে আগে আমাকে জবাব দিতে হবে।”

রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ডিসেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই আসনে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব লড়ছেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!