জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জনগণকে অযথা সংকটে ফেলবে। তাঁর দাবি, ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত, কারণ জনগণের মতামতই সরকারের প্রকৃত ভিত্তি।
আজ শুক্রবার রাতে খুলনার দৌলতপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে দৌলতপুর থানা জামায়াতে ইসলামী। পরওয়ার বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের কোনো সাংবিধানিক বৈধতা নেই। তাঁর দাবি, সর্বশেষ নির্বাচন ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়ায় সংবিধান অনুযায়ী পাঁচ বছরের আগে আবার নির্বাচন আয়োজন সংবিধানবিরোধী। তিনি আরও বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। “সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সকে ভিত্তি করে বর্তমান সরকার ক্ষমতা নিয়েছে, কিন্তু এটি কোনোভাবেই ক্ষমতা গ্রহণের বৈধ ভিত্তি হতে পারে না,”—যোগ করেন তিনি। তাঁর মতে, জুলাই সনদই একমাত্র সংবিধানের অংশ হতে পারে এবং এর মাধ্যমেই সব বিষয়ে আইনি ভিত্তি পাওয়া সম্ভব।
সমাবেশে সভাপতিত্ব করেন দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মুশাররফ আনসারী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান। সঞ্চালনা করেন আজিজুর রহমান স্বপন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের খুলনা অঞ্চল টিমের সদস্য মাস্টার শফিকুল আলম, মহানগরীর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরএস
No comments yet. Be the first to comment!