আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোলায় সফররত তিন উপদেষ্টাকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক কার্যালয়ে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখে। তারা ভোলা-বরিশাল সেতুর কাজ আগামী জানুয়ারি মাসে শুরু না হওয়ার খবরকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান।
ঘটনাটি ঘটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। বিক্ষুব্ধরা উপদেষ্টাদের বহনকারী গাড়ির সামনে শুয়ে গাড়ি আটকে দেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে উপদেষ্টাদের নিরাপদে সেখানে থেকে সরিয়ে জেলা সার্কিট হাউজে পৌঁছে দেওয়া হয়।
অবরুদ্ধ উপদেষ্টারা হলেন: সেতু, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
দীর্ঘদিন ধরে ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে ভোলাবাসী। শুক্রবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময়সভায় স্থানীয়রা উপদেষ্টাদের কাছে সেতুর প্রকল্পের সঠিক সময়সূচি ও অগ্রগতি সম্পর্কে জানতে চান।
উপদেষ্টা ফাওজুল কবির জানান, পূর্বের ডিজাইনের ভিত্তিতে সেতুর কাজ সম্ভব নয়। তাই নতুন ডিজাইন করা হচ্ছে। ডিজাইন কাজ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শেষ হলে কাজ শুরু হবে, তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। এ ঘটনার পর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম কায়েদ বলেন, “উপদেষ্টা ফাওজুল কবির খান পূর্বে বারবার জানিয়ে ছিলেন ডিসেম্বরে সেতুর দৃশ্যমান কাজ শুরু হবে। কিন্তু আজ তিনি জানালেন আরও ছয় মাস পরে কাজ শুরু হবে। তাই আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করছি।”
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারেভজ জানান, বিক্ষুব্ধরা উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন। পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং সময়সূচি অনুযায়ী উপদেষ্টারা চলে গেছেন।
আরএস
No comments yet. Be the first to comment!