চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছড়ারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাসজিদিয়া ইউনুছিয়া নয়দুয়ার মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৪) ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাউছার হোসেন (১১)। নিহত ফখরুলের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়; তার বাবা দুলাল মিয়া। আর কাউছার মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, চার শিক্ষার্থী মহাসড়কের পশ্চিম পাশ ধরে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। ওই সময় মহাসড়কের ঢাকামুখী লেনে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি সোজা গিয়ে রাস্তার পাশে হাঁটা শিক্ষার্থীদের ওপর উঠে যায়।
স্থানেই ফখরুল ও কাউছার মারা যান। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বড়তাকিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির রাব্বানী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস
No comments yet. Be the first to comment!