ময়মনসিংহ শহরের আকুয়া বাইপাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে মধ্যরাতে আগুন লাগে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতো চালক সড়কের পাশে গাড়িটি পার্কিং করে রাখেন। রাতের দিকে হঠাৎ কাভার্ডভ্যানের সিটের অংশে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে আশপাশের লোকজন পানি ঢেলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাঁদের পৌঁছানোর আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। দুর্বৃত্তদের কাজও হতে পারে—আবার সিগারেটের আগুন থেকেও সিটে আগুন ধরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, চালক গাড়ি রেখে ঘুমাতে গিয়েছিলেন। হঠাৎ লোকজনের চিৎকারে তিনি ঘর থেকে ছুটে বের হন এবং দেখেন গাড়িটি জ্বলছে। তবে কেউই নিশ্চিতভাবে বলতে পারেননি—আগুন কীভাবে লেগেছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। “যান্ত্রিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি। তারপরও বিস্তারিত তদন্ত চলছে,” বলেন তিনি।
আরএস
No comments yet. Be the first to comment!