সারাদেশ

খুলনার সবজির বাজারে উত্তাপ

আপডেট: নভে ১৬, ২০২৫ : ০৬:১০ এএম
খুলনার সবজির বাজারে উত্তাপ

খুলনার বাজারে সবজির দাম লাগামছাড়া অবস্থায় রয়েছে। সরবরাহ বাড়লেও দাম নিয়ন্ত্রণে না আসায় ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। বাজারে এখন কোনো সবজি ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে। তবে মাছের দাম কিছুটা কমেছে।

আজ রোববার (১৬ নভেম্বর) খুলনার নতুন বাজার, নিউমার্কেট ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজার

বেগুন: ৬০-৭০ টাকা কেজি

করলা: ৭০-৮০ টাকা কেজি

বরবটি: ৬০-৭০ টাকা কেজি

পটোল: ৪০-৫০ টাকা কেজি

লালশাক: ২৫-৩০ টাকা কেজি

পালংশাক: ২৫-৩০ টাকা কেজি

লাউ শাক: ৪০-৫০ টাকা কেজি

কুমড়া: ৪০ টাকা কেজি

ঢ্যাঁড়স: ৪০-৫০ টাকা কেজি

লাউ: ৩০-৪০ টাকা প্রতি পিচ

টমেটো: ৮০-১০০ টাকা কেজি

শিম: ৭০-৮০ টাকা কেজি

ফুলকপি: ৯০-১০০ টাকা কেজি

কাঁচামরিচ: ১৮০-২০০ টাকা কেজি

পেঁয়াজ: ১১০-১৩০ টাকা কেজি

রসুন: ৮০-১০০ টাকা কেজি

মাংস ও পোল্ট্রি

ব্রয়লার মুরগি: ১৬০-১৭০ টাকা কেজি

সোনালি মুরগি: ২৫০ টাকা কেজি

লেয়ার মুরগি: ২৬০-২৭০ টাকা কেজি

গরুর মাংস: ৭৫০ টাকা কেজি

খাসির মাংস: ১,১৫০-১,২০০ টাকা কেজি

মাছের বাজার

রুই: ২২০-২৫০ টাকা কেজি (আকারভেদে)

ভেটকি: ৫০০-৬০০ টাকা কেজি

চিংড়ি: ৫০০-৮০০ টাকা কেজি

তেলাপিয়া: ১৩০-১৬০ টাকা কেজি

পাবদা: ৩০০-৩৫০ টাকা কেজি

পাঙাশ: ১৬০-১৮০ টাকা কেজি

কাতল: ২৪০-২৫০ টাকা কেজি

ছোট মাছ: ৩০০-৪০০ টাকা কেজি

নতুন বাজারের সবজি ব্যবসায়ী শেখ হাফিজ জানিয়েছেন, গত দুই সপ্তাহের তুলনায় কেজি প্রতি সবজির দাম ৫-১০ টাকা কমেছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও প্রভাব পড়ছে।

মিস্ত্রিপাড়া বাজারের মাছ ব্যবসায়ী আজমল শেখ বলেন, শীত শুরু হওয়ায় বাজারে মাছ সরবরাহ বাড়ছে, যার কারণে বড়-ছোট মাছের দাম কিছুটা কমেছে।

মিরাজুল ইসলাম বলেন, মাংসের দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে। সবজি দাম কমলেও তা তেমন শিথিল হয়নি। মাছের দাম কমার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, তবে আরও কমলে স্বস্তি পাওয়া যাবে। গৃহবধূ মিনা খাতুন বলেন, “দোকানদাররা বলছে দাম কমেছে, কিন্তু চোখে পড়ার মতো পরিবর্তন দেখছি না। শীতের সবজির দাম এখনও বেশি। লাউ এখন ৩০ টাকা, আগে ছিল ৬০ টাকা। শুধু দুই-তিন ধরনের সবজির দাম কিছুটা কমেছে। মাছের দামও আজ সামান্য কমেছে।”

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!