মেহেরপুরের মুজিবনগরে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির ২৩ জন কর্মী। গত রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামে জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দীন আহমেদ খানের নির্বাচনী পথ সভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
যোগদানকারী নতুন সদস্যদের হাতে ফুল তুলে জামায়াতে ইসলামী তাদের স্বাগত জানান। এই গ্রুপে ছিলেন আব্দুল জব্বার, ইসরাফিল আলী, শহিদ উদ্দিন, ফয়সালর আলী, মিরাজুল ইসলাম, নুর ইসলাম, ইমাদুল, মনি, আব্দুস সোবাহান, জমশেদ আলী, ইদ্রিস আলীসহ মোট ২৩ জন।
মাওলানা তাজউদ্দীন আহমেদ খান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে আছে। তাদের এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”
এ সময় মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাও. মো. খানজাহান আলী, জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাসার, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ফজলুল হকসহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএস
No comments yet. Be the first to comment!