সারাদেশ

যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৫:৫৯ পিএম
যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ.ম. খালিদ হোসেন বলেছেন, অতীতে যারা মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। মানুষের কর্মেরই প্রতিফল মানুষকে ভোগ করতে হয়। আল্লাহ কাউকে অবহেলায় ছেড়ে দেন না।

আজ সোমবার রাতে কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. খালিদ হোসেন বলেন, অতীতের অন্যায়–অবিচার একসময় ইতিহাসের আদালতে ধরা পড়ে। ক্ষমতার অহংকারের পথে নয়, ন্যায়–সত্য ও নৈতিকতার পথে চলাই পরিণতির সঠিক দিশা। “এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, কোনো অন্যায় চিরকাল আড়ালে থাকে না,” বলেন তিনি।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, ইয়াবার কারবার ধর্মীয়ভাবে হারাম এবং সামাজিকভাবে ধ্বংসাত্মক। “ইয়াবা ব্যবসা সমাজে খুনোখুনি, অস্থিরতা ও পরিবারে ভাঙন সৃষ্টি করছে। তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।”

নিজের দায়িত্বকাল প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা দাবি করেন, তিনি ধর্ম মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করেছেন এবং অনেক অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন। সুস্থ প্রশাসনিক কর্মধারার মাধ্যমেই দেশ পরিচালনা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

আলেম সমাজের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “রাষ্ট্র গঠনে আলেমদের অবদান গুরুত্বপূর্ণ। একদিন দেশ আলেমদের নেতৃত্বেই আলোকিত হবে।”


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!