সারাদেশ

নাশকতা হলে গুলি করার আহ্বান জানালেন নুর

আপডেট: নভে ১৭, ২০২৫ : ০৬:১৯ পিএম
নাশকতা হলে গুলি করার আহ্বান জানালেন নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদী শক্তি নাশকতা বা অগ্নিসংযোগ করলে পুলিশ প্রশাসনকে গুলি করার আহ্বান দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

নুর জানান, যেসব ব্যক্তি যাত্রীবাহী বাসে ককটেল বা পেট্রোল বোমা মারার মাধ্যমে মানুষ হত্যা করতে চায়, তাদের বিরুদ্ধে আত্মরক্ষার সাংবিধানিক অধিকার অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায়। “নিরীহ মানুষ মিটিং-মিছিল করলে তাদের বিরুদ্ধে গুলি করার কথা আমি বলিনি। আহ্বান শুধুমাত্র তাদের জন্য, যাদের হাতে ককটেল বা বোমা রয়েছে,” তিনি বলেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে দেশজুড়ে দুইটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের কাছে প্রত্যাখ্যাত হলেও এখনো একটি সমর্থক গোষ্ঠী রয়েছে। “যারা এলাকায় কারও ওপর নির্যাতন বা জুলুম করেননি, তাদের আমরা রাজনৈতিক অংশগ্রহণে সমর্থন দেব। বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই—আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা রাজনীতি করতে চাইলে সব দলে জায়গা দেওয়া হবে,” নুর বলেন।

তিনি উল্লেখ করেন, “শেখ হাসিনার ফাঁসি দেখার প্রত্যাশা ও শহীদ রাকিবুলের পরিবারকে সম্মান জানিয়ে আমরা সতর্ক থাকতে হবে। যারা বিদেশে থেকে ককটেল হামলা বা নাশকতার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজের জীবনে বিপদ ডেকে আনা ঠিক হবে না।” এসময় গণঅধিকার পরিষদের টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!