সারাদেশ

চট্টগ্রামে যোগ দিলেন নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৫:৩৯ এএম
চট্টগ্রামে যোগ দিলেন নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, চট্টগ্রামে একটি জনবান্ধব, মানবিক ও সুশাসননির্ভর প্রশাসন প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। এ জন্য জেলার সব শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

পদায়ন ও পূর্বপদ গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। নতুন দায়িত্বের আগে তিনি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ছিলেন।

শিক্ষা ও কর্মজীবন ১৯৭৯ সালের অক্টোবরে টাঙ্গাইলের ভুয়াপুরে জন্ম নেওয়া জাহিদুল ইসলাম মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসনে যোগ দেন। লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, মৌলভীবাজার ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এনডিসি, এসিল্যান্ড ও ইউএনও পদে দায়িত্ব পালন করেছেন। কমলগঞ্জে ইউএনও থাকাকালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পান।

মানবিক প্রশাসক হিসেবে পরিচিতি ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের ২ নভেম্বর রাজবাড়ীতে জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েই জাহিদুল ইসলাম আলোচনায় আসেন। নিহতদের পরিবারে সহায়তা, আহতদের চিকিৎসায় তৎপরতা—এসব মানবিক উদ্যোগ তাকে দ্রুতই ‘জনবান্ধব ডিসি’ হিসেবে পরিচিতি দেয়। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব নিয়েও বিভিন্ন মানবিক উদ্যোগে তিনি জাতীয়ভাবে নজর কাড়েন। গত ১৬ নভেম্বর তিনি নারায়ণগঞ্জে দায়িত্ব হস্তান্তর করেন।

চট্টগ্রামে প্রশাসনিক রদবদল জাহিদুল ইসলামের আগে সাইফুল ইসলাম গত ১৯ অক্টোবর চট্টগ্রামের ডিসি হিসেবে যোগ দেন। তবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে এক মাসের মধ্যেই তাঁকে বদলি করা হয়। এর আগের ডিসি ফরিদা খানম গত বছরের ১২ সেপ্টেম্বর দায়িত্ব নিলেও সরকারি জমি বরাদ্দে অনিয়ম, সরকারি সম্পত্তি বেহাত ও বিভিন্ন দপ্তরের ফান্ড তছরুপের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের পর গত ২৫ সেপ্টেম্বর তিনি বদলি হয়ে চট্টগ্রাম ত্যাগ করেন।

 

আরএস

Tags:
ডিসি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!