সারাদেশ

আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস

আপডেট: নভে ১২, ২০২৫ : ০৫:৩১ এএম
আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ভোরে দুর্বৃত্তরা এসে পার্কিং করা বাসটিতে আগুন দেয়। আমরা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারলেও বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে আসা কিছু দুষ্কৃতিকারী এই অগ্নিসংযোগ ঘটিয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া ঘটনাটি নিয়ে আশুলিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!