ঝালকাঠি (বরিশাল) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে গাজিরহাট স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বুধবার (১২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় মিরেরহাট স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে হারায় রাজাপুর ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি গোলাম আজম সৈকত। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক রেজোয়ানুল হক রিয়াজ, মাহবুবুল আলম মন্টু, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, যুবদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় নেতা মাঈন উদ্দিন সিকদার নয়ন। গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক সরদার সাফায়েত হোসেন, পুটিয়াখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজি ও প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে মিরেরহাট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা দেখতে মাঠে ভিড় জমে হাজার হাজার দর্শক। মাঠ ও আশপাশে ছিল উৎসবের আমেজ, তুমুল করতালি ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়। প্রধান অতিথি আমিনুল হক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের শিক্ষা দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে মাদক মুক্ত সমাজ গড়তে ধানের শীষ কে বিজয়ী করতে হবে। প্রধান বক্তা গোলাম আজম সৈকত বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজ ও দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ধানের শীষের ধ্বনিতে মুখর হয়ে ওঠে গাজিরহাট স্কুল মাঠ ও আশপাশের এলাকা।
আরএস
No comments yet. Be the first to comment!