সারাদেশ

ময়মনসিংহ-৩: ধানক্ষেতে ‘রিভিউ আবেদন’ মনোনয়ন পরিবর্তন চাইলেন যুবদল নেতা

আপডেট: নভে ১৩, ২০২৫ : ০৮:২১ এএম
ময়মনসিংহ-৩: ধানক্ষেতে ‘রিভিউ আবেদন’ মনোনয়ন পরিবর্তন চাইলেন যুবদল নেতা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

১৪৭ ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের মনোনয়ন পরিবর্তন ও মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ ২৪ জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ চেয়ে আলোচনায় এসেছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ও গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া।

বুধবার বিকালে  গৌরীপুর পৌর শহরের পূর্ব দাপুনিয়া নিজ বাড়ির পাশে একটি ধানখেতে গিয়ে হাত উঁচিয়ে সেই ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জিয়াউর রহমান জিয়া। পোস্ট দেওয়া ছবিতে জিয়াউর রহমান জিয়া লিখেছেন, ‘সংসদীয় আসন ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় সিদ্ধান্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার চাই পূর্বক ধানের শীষের মনোনয়ন পরিবর্তন চাই। সাম্প্রতিক ঘটনাগুলোর  নিরপেক্ষ দলীয় তদন্ত চাই। আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ভাই দলীয় সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের বহিষ্কার প্রত্যাহার চাই’।’ ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯২ টি লাইক ও ৯৯ জন মন্তব্য করেছেন। জিয়াউর রহমান জিয়া বলেন, ‘বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে হিরণ ভাই দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি মনোনয়ন না পাওয়ায় আমরা তার অনুসারীরা মনোনয়ন পরিবর্তন করে হিরণ ভাইকে মনোনয়ন দেয়ার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম।

কিন্ত  হিরণ ভাই সহ ২৪ জনকে বহিষ্কার করা হয়। তাই মনোনয়ন পরিবর্তন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানাতেই এই ছবি পোস্ট করেছি। আমি চাই, ময়মনসিংহ-৩  আসনের প্রার্থী তালিকা রিভিউ করা হোক।’ জানা গেছে, গত ৩ নভেম্বর ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি থেকে মনোনয়ন পান দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। এদিকে ইকবালের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ৩ নভেম্বর  (সোমবার) রাত থেকে ৯ নভেম্বর (রোববার) পর্যন্ত বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ, সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।
মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে ৯ নভেম্বর বিকালে ইকবাল হোসেইন ও আহাম্মদ তায়েবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-ভাঙচুর ও উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনা ঘটে। ওই রাতেই শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাত সহ সন্ত্রাসী কার্যকলাপের জন্য মনোনয়ন বঞ্চিত গৌরীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক  আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ সহ পাঁচ জনকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। ১০ নভেম্বর (সোমবার) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গৌরীপুর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৯ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।


আরএস

Tags:
ময়মনসিংহ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!