সারাদেশ

ছোটবেলা থেকেই খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছি

আপডেট: নভে ১০, ২০২৫ : ০৬:১১ এএম
ছোটবেলা থেকেই খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছি
ছোটবেলা থেকেই খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উৎসবমুখর পরিবেশে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে বরণ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মীর স্নিগ্ধকে স্বাগত জানাতে রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় শিবগঞ্জের মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র–জনতা সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

সমাবেশস্থলে পৌঁছালে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে হাজারো তরুণ-যুবক স্নিগ্ধকে বরণ করে নেন। পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর ও বিএনপি সমর্থিত জনতার উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম।

সমাবেশে মীর স্নিগ্ধ বলেন, পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। খুন ও দমন পীড়নের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে। আমার ভাইসহ হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি।

তিনি অভিযোগ করে বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। ছোটবেলা থেকেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছি। সেই আদর্শেই আজ বিএনপিতে যোগ দিয়েছি।

মীর স্নিগ্ধ বলেন, ভাইয়ের মৃত্যুর পর সরকার পক্ষ থেকে ব্ল্যাংক চেকের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছি। আমরা কোনোদিন অন্যায়ের সাথে আপস করিনি, করবও না। দেশে খুন ও দমননীতির দায়ে দায়ীদের বিচার একদিন হবেই।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জুলাইযোদ্ধাসহ সারা দেশের তরুণ-যুবকদের ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধের বিএনপিতে যোগদান সেই শক্তিকে আরও দৃঢ় করেছে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!