তারুন্যোর উৎসব ২০২৫ উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত ১০ দলীয় কাবাডি প্রতিযোগিতায় ডাঙ্গী ইউনিয়ন টিম চ্যাম্পিয়ন হয়েছে। আজ মঙ্গলবার বিকালে নগরকান্দা উপজেলা সদরের সরকারি এম এন একাডেমি মাঠে ফাইনাল থেলায় প্রতিদন্ধীতা করে ডাঙ্গী ইউনিয়ন টিম এবং তালমা ইউনিয়ন টিম। প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি বিতরন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মাসুম বিল্লাহ, উপজেলা প্রানীসস্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন, নগরকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শামসুল হুদা হুদু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, নগরকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লিটন, শহীদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্লা প্রমুখ। ফাইনাল খেলায় ডাঙ্গী ইউনিয়ন টিম ৩৫- ৩৪ পয়েন্টে তালমা ইউনিয়ন টিম কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
আরএস
No comments yet. Be the first to comment!