ধর্ম

জান্নাতে নবী–রাসুলদের সান্নিধ্য পাবেন যারা

আপডেট: ডিসে ০৮, ২০২৫ : ০৫:৩৬ এএম
জান্নাতে নবী–রাসুলদের সান্নিধ্য পাবেন যারা

জান্নাতে মুমিনরা নবী ও রাসুলদের সাক্ষাতের সুযোগ পাবে—এ কথা কোরআন ও তাফসিরের আলোচনায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে আলেমদের মতে, সাধারণ মানুষের পক্ষে নবী-রাসুলদের মর্যাদা অর্জন করা সম্ভব না হলেও, আনুগত্য ও নেক আমলের কারণে তাদের সান্নিধ্য লাভ সম্ভব।

ইসলামী ব্যাখ্যায় বলা হয়, যারা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে, ফরজ আদায়ে যত্নবান থাকে এবং সুন্নত অনুসরণে অটল থাকে—আল্লাহ তাদের জান্নাতে সম্মানের স্থানে রাখেন। সেখানে তারা নবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীলদের সঙ্গ লাভ করবে।

ছওবান (রা.)–এর ঘটনা

তাফসিরে বর্ণিত আছে, নবী মুহাম্মদ (সা.)–এর ঘনিষ্ঠ সাহাবি ছওবান (রা.) নবীজির অনুপস্থিতিতে গভীর বেদনা অনুভব করতেন। আখিরাতে নবীজি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর এই দুশ্চিন্তার পরিপ্রেক্ষিতে নাজিল হয় সুরা আন-নিসার ৬৯ নম্বর আয়াত—
‘আর যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করে, তারা তাদের সঙ্গী হবে—নবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীলদের। আর সঙ্গী হিসেবে তারা উত্তম।’

আলেমদের মতে, এই আয়াত জানিয়ে দেয়—মুমিনরা জান্নাতে নবী-রাসুলদের সান্নিধ্য পাবে, তাদের মজলিসে অংশ নেওয়ার সুযোগ পাবে; তবে মর্যাদায় তারা সমতুল্য হবে না।

মর্যাদায় পার্থক্য, তবু সান্নিধ্যের সৌভাগ্য

তাফসির কুরতুবীতে বলা হয়েছে, জান্নাতে বিভিন্ন স্তর ও মর্যাদা থাকলেও মুমিনরা উচ্চস্তরের জান্নাতিদের দেখতে পারবে এবং তাদের সঙ্গে সাক্ষাত ও আলোচনা করতে পারবে। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ।

মুমিনের দায়িত্ব কী

আলেমদের মতে, জান্নাতে নবীদের সান্নিধ্য লাভের জন্য প্রয়োজন—

আল্লাহর পূর্ণ আনুগত্য

রাসুলুল্লাহ (সা.)–এর সুন্নতের অনুসরণ

পাপ থেকে বিরত থাকা

নেক আমলে ধারাবাহিকতা

তাঁদের মতে, আল্লাহর রহমত ও সৎকর্মই জান্নাতের উচ্চ মর্যাদার প্রকৃত উপায়।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!