ধর্ম

জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম

আপডেট: ডিসে ১০, ২০২৫ : ০৫:৩২ পিএম
জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, অতীতের শাসনব্যবস্থাকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এখন এমন নেতৃত্ব আশা করছে, যারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ডেমরার স্টাফ কোয়ার্টারে ঢাকা–৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ওলামা–মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ফয়জুল করিম বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাষ্ট্রক্ষমতায় যারা ছিলেন, তারা কেউই জনগণের ন্যায্য অধিকার দিতে পারেননি। বরং হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলেছেন। শিক্ষা ও প্রশাসনিক কাঠামো পঙ্গুত্বের কারণে দেশ গভীর সংকটে পড়েছে।’ তিনি দাবি করেন, এসব কারণে জনগণ অতীতের শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে এবং এখন ইসলামী নেতৃত্বকে বিকল্প হিসেবে দেখছে।

ওলামায়ে কেরামের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামা সমাজের নৈতিক নেতৃত্ব অপরিহার্য। তাদের দিকনির্দেশনা সমাজকে সঠিক পথে পরিচালনা করতে পারে।’ মতবিনিময় সভায় ফয়জুল করিম ঢাকা–৫ আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীমকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা ও চাঁদামুক্ত ডেমরা–যাত্রাবাড়ী গড়ে তুলতে এ প্রার্থীকে জয়যুক্ত করা জরুরি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আলতাফ হোসেন, জামিয়া রব্বানীয়া মাদরাসার মুহতামীম শাইখুল হাদীস বোরহান উদ্দীন রব্বানী, বায়তুন নুর মাদরাসার মুহতামীম শাইখুল হাদীস মনিরুজ্জামান প্রমুখ।


আরএস

Tags:
ইসলামী আন্দোলন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!