ধর্ম

৭০ ঊর্ধ্বে ৪১৯৩ হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

আপডেট: ডিসে ১৭, ২০২৫ : ০৬:১৮ এএম
৭০ ঊর্ধ্বে ৪১৯৩ হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

আগামী বছর হজে অংশগ্রহণের জন্য বাংলাদেশে নিবন্ধিত ৭০ বছরের বেশি বয়সী হজযাত্রীর সংখ্যা চার হাজার ১৯৩ জন। সৌদি আরবের নির্দেশনার প্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় এই সকল বয়স্ক হজযাত্রীর স্বাস্থ্যগত অবস্থার তথ্য হজ কার্যক্রম পরিচালনাকারী সব লিড এজেন্সির কাছে জানাতে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সৌদি সরকার হজ ২০২৬ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো হজযাত্রীকে হজ পালন করতে না পারার নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনার আলোকে লিড ও সমন্বয়কারী সব এজেন্সিকে তাদের নিবন্ধিত ৭০ ঊর্ধ্ব বয়স্ক হজযাত্রীর এজেন্সি ভিত্তিক তালিকা (সংখ্যা) পাঠানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় এ চিঠিতে অনুরোধ করেছে, সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে ৭০ ঊর্ধ্ব বয়স্ক সকল হজযাত্রীর স্বাস্থ্যগত অবস্থা সরেজমিন পরিদর্শন বা কথোপকথনের মাধ্যমে হালনাগাদ তথ্য সংগ্রহ করে লিড এজেন্সির মাধ্যমে মন্ত্রণালয়ে জানানো হোক। এ বছর প্রত্যেক হজযাত্রীর ফিটনেস সনদ নির্ধারিত চিকিৎসকের মাধ্যমে নুসুক মাসারের মাধ্যমে সাবমিট করা বাধ্যতামূলক। সেজন্য ৭০ ঊর্ধ্ব বয়স্ক হজযাত্রীর বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!